প্রকাশিত: Thu, Dec 8, 2022 5:43 PM
আপডেট: Tue, Jul 1, 2025 7:55 PM

পেরুর ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তে

রাশিদুল ইসলাম: অভিশংসনের মাধ্যমে পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোকে অপসারণের পর গ্রেপ্তার করা হয়েছে। দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তে। সিএনএন

নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দিনা। এর একদিন আগে সাবেক প্রেসিডেন্ট কাস্তিলো কংগ্রেসের পরিবর্তে একটি ‘ব্যতিক্রমী জরুরি সরকারের মাধ্যমে’ দেশ পরিচালনার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু তার এ সিদ্ধান্তের বিরোধিতা করেন ভাইস প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তেসহ অন্যান্য সংসদ সদস্য। তারা জরুরি বৈঠক করে প্রেসিডেন্ট কাস্তিলোকে অপসারণ করেন। এরপর তাকে আটক করা হয় এবং তার বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগ আনা হয়।  ৬০ বছরের নারী দিনা একজন আইনজীবী। শপথ নেয়ার পর এক বক্তৃতায় তিনি বলেন, দেশকে আঁকড়ে ধরে থাকা রাজনৈতিক সংকট থেকে বের করে আনতে তিনি চেষ্টা করবেন। রাজনৈতিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট দিনা বলেন, সংকট থেকে দেশকে উদ্ধার করার জন্য আমি একটু জায়গা আর একটু সময় চাই। সম্পাদনা: সালেহ্ বিপ্লব